মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দেওয়ায় আরেক গর্ভধারিণী মাকে শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উপস্থিত হয়ে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী ফাহিমা খাতুনের হাতে ফুলেল শুভেচ্ছাসহ উপহার সামগ্রী তুলে দেন।
সকালে ফাহিমা খাতুন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি হলে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি একটি শিশুর জন্ম দেন। এ সময় নবজাতক ও মায়ের জন্য প্রয়োজনীয় উপহার প্রদান করা হয় এবং শিশুর জন্ম নিবন্ধন কার্ড হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম এবং সদর উপজেলা প্রশাসনের এ ও মাহফুজুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং নরমাল ডেলিভারিতে উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

