Home » মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন

মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 71 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন। বুধবার (২৭ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (জিপি ও পিপি) মো. মাহরুফ আহম্মেদ স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

পত্রে উল্লেখ করা হয়েছে, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ১৮৯৮-এর সেকশন ৪৯২ এবং ১৯৬০-এর চ্যাপ্টার ২-এর প্যারাগ্রাফ ৬-এর রুল ৭-এর বিধান অনুযায়ী মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পদে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিনকে নিয়োগ দেওয়া হলো।

তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করতে হবে বলে আদেশে জানানো হয়েছে। নিয়োগাদেশ জারির পর অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.