মেহেরপুর জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা, আবু সাঈদ, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম,ডা. রফিকুল ইসলাম, মেহেরপুর মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রুমানা হেলালী জুশি, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। এডভোকেট সভায় অন্যদের মধ্যে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মনির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাসিমা খাতুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা সমবায় কর্মকর্তা এনামুল হক, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন
পূর্ববর্তী পোস্ট

