Home » মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 57 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয় মাঠে এই কর্মসূচিতে অসংখ্য মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের আয়োজনে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে প্রায় এক হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। সাধারণ সর্দি-জ্বর, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চর্মরোগসহ নানা রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

আয়োজক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এই প্রচেষ্টা। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অনেকেই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, আমরা তাদের পাশে থাকতে চাই।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—মেহেরপুর জেলা বিএনপি আহবায়ক কমিটির সাবেক সদস্য ইলিয়াস হোসেন, আনসারুল হক, আলমগীর খান ছাতু, জাকির হোসেন, আবু সালেহ নাসিম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজমুল হোসেন মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনা সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.