মেহেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টনকে আহবায়ক ও অ্যাড. কামরুল ইসলামকে সদস্য সচিব করে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
সাত সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটিতে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও ফয়েজ মহাম্মদকে যুগ্ম আহবায়ক এবং মাসুদ অরুন ও আমজাদ হোসেনকে সদস্য করা হয়েছে।
উল্লেখ্য: মেহেরপুর জেলা বিএনপির সদ্য সাবেক কমিটিতে মেহেরপুরে-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন সভাপতি এবং মেহেরপুর-২ আসনের সাবেক এমপি আমজাদ হোসেন সাধারণ সম্পাদক ছিলেন।
নতুন কমিটি গঠনের লক্ষ্যে গেল ৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান মেহেরপুরে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। জেলা কমিটি বিলুপ্ত করে তিনি ঢাকা ফিরে যান। আজ আহবায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে নতুন কমিটি গঠন প্রক্রিয়া একধাপ এগিয়ে গেল বলে জানান বিএনপি নেতৃবৃন্দ।