মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের সাপ্তাহিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, পিপিএম জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত কিট প্যারেডের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সকল পর্যায়ের অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।