মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ড. সৈয়দ এনামুল কবির। সভায় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদসহ এডহক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন মিজানুর রহমান, আলামিন ইসলাম, তামিম ইসলাম, সাইদ হাসান জিকো, আসাদুর রহমান লিটনসহ সংশ্লিষ্টরা।
সভায় জেলা ক্রীড়া সংস্থার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার অবকাঠামো শক্তিশালীকরণ, খেলোয়াড় তৈরির কার্যক্রম জোরদার করা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, জেলার ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় ও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন এবং প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
সভা শেষে আগামী দিনের ক্রীড়া কার্যক্রমকে আরও সুসংগঠিত ও ফলপ্রসূ করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

