বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের বিশেষ সাধারণ সভা (ওজিএম) ও কার্যনির্বাহী কমিটি (২০২৫–২০২৭) নির্বাচন আগামী ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের জন্য রেজিস্ট্রেশন সকাল ৯টায় শুরু হবে। নির্বাচন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
নির্বাচনী কার্যক্রমের ধারাবাহিকতা নিম্নরূপ:
- খসড়া ভোটার তালিকা প্রকাশ: ২৩ অক্টোবর, সকাল ৯টা
- ভোটার তালিকায় আপত্তি গ্রহণ: ২৬ অক্টোবর, সকাল ৯টা থেকে বিকাল ৪টা
- আপত্তি নিষ্পত্তি: ২৭ অক্টোবর, সকাল ৯টা থেকে বিকাল ৪টা
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ২৮ অক্টোবর, সকাল ১১টা
- মনোনয়ন পত্র সরবরাহ: ২৯ অক্টোবর, সকাল ৯টা থেকে বিকাল ৪টা
- মনোনয়ন পত্র দাখিল: ৩০ অক্টোবর, সকাল ৯টা থেকে বিকাল ৪টা
- মনোনয়ন পত্র বাছাই: ০২ নভেম্বর, সকাল ৯টা থেকে বিকাল ৪টা
- প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ: ০৩ নভেম্বর, সকাল ৯টা থেকে বিকাল ৪টা
- প্রার্থী তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি: ০৪-০৫ নভেম্বর
- প্রার্থীতা প্রত্যাহার: ০৬ নভেম্বর, সকাল ৯টা থেকে দুপুর ২টা
- চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ০৯ নভেম্বর, সকাল ১১টা
- ভোট গ্রহণ: ১৩ নভেম্বর, সকাল ১০টা থেকে বিকাল ৪টা
- ফলাফল ঘোষণা: ভোট গণনার পর
মনোনয়ন পত্রের মূল্য নির্ধারিত হয়েছে: ভাইস-চেয়ারম্যান ও সেক্রেটারির জন্য ৫,০০০ টাকা এবং সদস্য পদের জন্য ৩,০০০ টাকা।
নির্বাচনের শর্তাবলী অনুযায়ী, প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক/এইচ.এস.সি এবং বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে। প্রার্থীকে অবশ্যই কোনো রাজনৈতিক দলের নির্বাহী পদে থাকা থেকে বিরত থাকতে হবে এবং অঙ্গিকারনামা মনোনয়নপত্রের সাথে জমা দিতে হবে। একজন প্রার্থী সর্বাধিক ৩টি মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারলেও, দাখিলের সময় কেবল একটি পদের জন্যই তা জমা দিতে পারবেন।
একজন আজীবন সদস্য ভাইস-চেয়ারম্যান ও সেক্রেটারি পদে একজন করে এবং সদস্য পদে সর্বাধিক ৫ জন প্রার্থীর নাম প্রস্তাব বা সমর্থন করতে পারবেন। ভোট প্রদানের সময় নির্ধারিত ছকে শুধুমাত্র √ (টিক) চিহ্ন ব্যবহার করতে হবে। সংখ্যাগরিষ্ঠ প্রাপ্ত ভোটের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হবে। সমান ভোট পেলে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।
নির্বাচনের সকল কার্যক্রম সোসাইটি ও দেশের প্রচলিত প্রথা, নিয়ম-কানুন অনুযায়ী সম্পন্ন হবে।