Home » মেহেরপুরে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

মেহেরপুরে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 57 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুরে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল পাঁচটার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িপোতা ইউনিয়ন শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িপোতা ইউনিয়ন জামায়াতের আমির আবু জাফর সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. তাজ উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. সোহেল রানা ও সেক্রেটারি জাব্বারুল ইসলাম মাস্টার।

অনুষ্ঠান শেষে এলাকার সুবিধাবঞ্চিত নারীদের মাঝে একটি সেলাই মেশিন এবং তরুণদের খেলাধুলার মনোভাব বৃদ্ধির লক্ষ্যে ১৬টি ফুটবল বিতরণ করা হয়।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে আত্মনির্ভরশীলতা ও যুবসমাজকে সঠিক পথে অনুপ্রাণিত করবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.