Home » মেহেরপুরে সুইপার কলোনির স্থান পরিবর্তনের দাবিতে র‌্যালি

মেহেরপুরে সুইপার কলোনির স্থান পরিবর্তনের দাবিতে র‌্যালি

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 41 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের ঈদগাহ ও গোরস্থানের পবিত্রতা রক্ষার জন্য সুইপার কলোনির আবাসিক স্থান পরিবর্তনের দাবিতে শোভাযাত্রা করেছে মেহেরপুর পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর কলেজ মোড় গোল চত্ত্বর এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে মেহেরপুর জেলা প্রশাসক কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

প্রতিবাদকারীরা জানান, মেহেরপুর কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থানের পাশে গোহাটে মেহেরপুর পৌরসভা নির্মান করছে একটি সুইপার কলোনী। এতে ঈদগাহ ও গোরস্থানের পবিত্রতা রক্ষার প্রশ্ন উঠেছে। তাছাড়া স্থানীয়রাও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনতিবিলম্বে সুইপার কলোনী নির্মান কাজ বন্ধ এবং কলোনীর স্থান অন্যত্র নির্ধারণ করার দাবি করেন স্থানীয়রা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনজুরুল কবির রিপন, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ বিন হাশেম কামরুল, মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান আনন্দসহ ৮ নম্বর ৯ নং নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.