Home » মেহেরপুরে সাংবাদিকের উপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিজেপিসি

মেহেরপুরে সাংবাদিকের উপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিজেপিসি

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 77 ভিউ
Print Friendly, PDF & Email

গ্লোবাল টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধির ওপর হামলা এবং প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রী প্রেস আনলিমিটেড ও আর্টিকেল১৯ এর সহযোগিতায় গঠিত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির(বিজেপিসি)
প্রতিবাদে তারা বলেন. সম্প্রতি সরকারি রাস্তা দখল করে নির্মাণকাজ করায় স্থানীয় জনগণের প্রতিবাদের মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক মাহবুবুল হক পোলেনুএর ওপর চরম অসদাচরণ ও হামলার ঘটনা ঘটে। সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনের সময় হাবিব ইকবাল তার ওপর চড়াও হয়ে অফিসিয়াল মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয় এবং ধারণকৃত ছবিুভিডিও জোরপূর্বক মুছে দেন, যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। ঘটনার পর সাংবাদিক মাহবুবুল হক পোলেন আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মেহেরপুর সদর থানাুএ লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ ঘটনায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি(বিজেপিসি) দৃঢ়ভাবে ঘোষণা করছে—গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা রক্ষার স্বার্থে এই ঘটনায় জড়িত সকল ব্যক্তিকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সংবাদ সংগ্রহে বাধা, হামলা এবং তথ্য নষ্ট করা—সংবিধান স্বীকৃত অধিকার লঙ্ঘনের সামিল, যা কোনোভাবেই বরদাশতযোগ্য নয়। অন্যথায় সংগঠনটি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সকশেষে বিজেপিসি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে এবং সাংবাদিক সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.