মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক ইমনের সার্বিক সহযোগিতায় কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাংনী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব আল শিপন, কাথুলী ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
হুইলচেয়ার পেয়ে আনন্দ প্রকাশ করে উপকারভোগীরা বলেন, “আমরা চলাচলে কষ্ট পাই। ইমনের ভাইয়ের এই সহযোগিতায় এখন কিছুটা স্বস্তি পাব।”
রেজওয়ানুল হক ইমন জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানো তাঁর সামাজিক দায়বদ্ধতার অংশ। তিনি ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।