মেহেরপুর সদর উপজেলার উজলপুরে সবজি বোঝাই ট্রাক উল্টে ট্রাক চালক জাহিদুল ইসলাম (২১) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত জাহিদুল ইসলাম মাগুরা জেলার মির্জাপুরের মৃত হোসেন আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জাহিদুল ইসলাম সবজি বোঝায় ট্রাক নিয়ে কাথুলি থেকে মেহেরপুর আসার পথে পথিমধ্যে উজলপুর মাঠে একটি গাছের সাথে ধাক্কা মারে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পার্শ্বে উল্টে যায়।এ সময় চালক গাড়ির মধ্যে আটকে থাকে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালককে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

