মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পুড়াপাড়া নামক স্থানে ব্রীজের সাথে ধাক্কা মেরে সাইফুল ইসলাম(৩০) নামের এক নছিমন চালক নিহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার পুলিশ লাইন পাড়ার টুটুল মিয়া ছেলে।
স্থানীয়রা জানান, মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পুড়াপাড়া ওপর সড়ক দুর্ঘটনায় নিহত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরা দেহ উদ্ধার করে। তবে কিভাবে এ দূর্ঘটনা ঘটেছে তা কেউ দেখেনি।
গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণে নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।