Home » মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মােটরসাইকেল আরােহী নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মােটরসাইকেল আরােহী নিহত

কর্তৃক Shariar Imran Mati
মেহেরপুর প্রতিনিধি 77 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় লাল্টু হােসেন (২৭) নামের এক মােটরসাইকেল আরােহী নিহত হয়েছেন। এসময় তার বন্ধু মিনারুল গুরতর আহত হয়েছেন।

নিহত লাল্টু মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের কুচুইখালী গ্রামের আহম্মেদ আলীর ছেলে। আহত ব্যক্তি পরিচয় পাওয়া যায়।একই একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে মিনারুল ইসলাম।

আজ সােমবার দিবাগত রাত ৮টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, লাল্টু ও তার বন্ধু মােটরসাইকেল যােগে আমঝুপি বাজার থেকে নিজ গ্রাম কুচুইখালী দিকে যাচ্ছিলেন। পথেমধ্যে আমঝুপি বাজারের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মােটরসাইকেলকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় মােটরসাইকেল আরােহী লাল্টু ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় তার বন্ধু।

এদিকে স্থানীয় কয়েকজন ভিন্ন বক্তব্যেই বলেন, একটি বাঁশবাহী ট্রাকের ধাক্কা হতাহত হয়েছে। অনেকেই আবার বলছেন, দুর্ঘটনার সময় আশেপাশে কেউ ছিলাে না। পথচারীরা নিহতের রক্তাক্ত মরদেহ সড়কে পড়ে থাকতে দেখে। কি ধরণের যানবাহনের ধাক্কায় মারা গিয়েছে তা সঠিক ভাবে কেউ বলতে পারবেনা।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দীন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান ,নিহত ব্যক্তির লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। সেই সাথে কি ধরণের গাড়ীর ধাক্কায় হতাহত হয়েছে, তা চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.