Home » মেহেরপুরে সংঘবদ্ধ মারধর মামলায় চার আসামির কারাদণ্ড

মেহেরপুরে সংঘবদ্ধ মারধর মামলায় চার আসামির কারাদণ্ড

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 42 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরে সংঘবদ্ধ মারধর মামলায় চার আসামিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত । মঙ্গলবার দুপুরে মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলী এ আদেশ দেন। রায়ে, মোঃ ইদ্রিস আলী-কে ২ বছর কারাদণ্ড ও ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে, লাল মিয়া, মোঃ বিজয় আহমেদ ও মোঃ মহির উদ্দিনকে ১ বছর কারাদণ্ড ও ১,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র (রামদা, হাসুয়া, হাতুড়ী, লোহার রড, কাঠের বাটাম) নিয়ে বাদীর পিতার বসতবাড়িতে অনধিকারভাবে প্রবেশ করে। তারা গালিগালাজ ও হামলা চালায়।
বাদীর পিতা মোঃ ছাবের আলী প্রতিবাদ করলে, মোঃ ইদ্রিস আলীর নির্দেশে লাল মিয়ার হাতে থাকা রামদা দ্বারা তাকে মাথায় কোপ মারা হয়। এছাড়া হাসুয়া ও লোহার রড দিয়ে বাদীর মা মোছাঃ জোরিনা খাতুন এবং ভাই মোঃ জহিরুল ইসলাম-কে গুরুতর জখম করে। মামলাই সাক্ষীদের সাক্ষ গ্রহন শেষে দন্ডবিধির ৩২৫ ও ৩২৩ ধারায় ধারায় দোষী সাব্যস্ত প্রমান হওয়ায় আদালত এ রায় দেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.