মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া বাজারে রোগাক্রান্ত গরুর মাংশ বিক্রির অভিযোগে শরিফুল ইসলাম কসাই এর বিশ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (২০ অক্টোবর) সকালে সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় প্রদান করে। দন্ড প্রাপ্ত শরিফুল ইসলাম মেহরেপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত নয়মুদ্দীন খানের ছেলে।
মেহেরপু জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া বাজারে রোগান্ত্র গরু জবাই করে মাংশ বিক্রি করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রোগাক্রান্ত গরুর মাংশ জব্দ করে জনসম্মুখে কেরাসিন ঢেলে মাটিতে পুতে ফেলা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট