Home » মেহেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

মেহেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 38 ভিউ
Print Friendly, PDF & Email

দেশের ৪৮ জেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা। এরই অংশ হিসেবে মেহেরপুরেও আজ শুক্রবার সকাল থেকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা কার্যালয়ে পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ হামিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার উপপরিচালক জনাব শাহাবুদ্দিন সরকার, সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা মোছা. খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর মো. খালিদ সিকদার এবং ট্রেইনার মো. ইমাম হোসেন।

ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড মেহেরপুর ব্রাঞ্চে অনুষ্ঠিত এ পরীক্ষায় শতাধিক কর্মপ্রত্যাশী অংশগ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আর মৌখিক পরীক্ষায় সফলতার মাধ্যমেই একজন কর্মপ্রত্যাশী প্রশিক্ষণ আসন নিশ্চিত করতে পারবেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা জানান, সরকারের উদ্যোগে দেশের তরুণদের তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষতায় গড়ে তুলতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মসংস্থানের পাশাপাশি তরুণরা বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন তারা।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.