মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের বিভিন্ন ধারায় চার আসামীর সাজা প্রদান করেছে আদালত। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলী’র আদালত এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মাদক রাখার অভিযোগে আসামী মোঃ স্বপনকে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার বিবরণে উল্লেখ রয়েছে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর রাত ২টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেআর কাউন্টারের সামনে থেকে স্বপনকে ২ পিস ইয়াবাসহ আটক করে।
আরেক মামলায়, মাদক বিক্রির অভিযোগে মোঃ রাকিবুর হাসানকে ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
এছাড়া, অপর দুই আসামী মোঃ সুমন ও মোঃ লিজনকে ৬ মাসের কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদেরকেও আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর মেহেরপুরের গোভিপুর গ্রামে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করে আটক করে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামীরা দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।
মামলার নথি অনুযায়ী, সাজাপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে এর আগে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে।