Home » মেহেরপুরে মাদক মামলায় এক বছরের কারাদণ্ড

মেহেরপুরে মাদক মামলায় এক বছরের কারাদণ্ড

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 27 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরে মাদক রাখার অপরাধে মোহাম্মদ আলী সিদ্দিকী ওরফে বাবুকে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণা করেছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলী। মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ৩০ মে বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শাহজালাল খান গোপন সংবাদের ভিত্তিতে আসামির বাড়িতে অভিযান চালান। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে লুঙ্গির ডান কোচর থেকে রূপালি কাগজে মোড়ানো ০.৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

এই ঘটনায় মামলা দায়ের করা হলে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষী গ্রহণের পর আজ রায় ঘোষণা করা হয় এবং দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.