Home » মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবীর জেল-জরিমানা

মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবীর জেল-জরিমানা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 27 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ৭ জন মাদকসেবীকে জেল ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার(২৪ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সদর উপজেলার বুড়িপোতা গ্রামে অভিযান চালিয়ে ১৫ গ্রাম মাদকসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলো, বুড়িপোতা গ্রামের মৃত হরেন শেখের ছেলে আলফাজ আলী (৫৫), নাসির আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২) এবং মৃত ধুলো শেখের ছেলে আব্দুর রশিদ (৪০)। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অপরদিকে সদর উপজেলার গোভিপুর গ্রামে বিদেশি মদ (ইম্পেরিয়াল ব্লু)সহ চারজনকে আটক করা হয়। আটকরা হলো,গোভিপুর গ্রামের মৃত চাঁদ আলী সেলের ছেলে রিপন (৩৮), কাইয়ুম চৌধুরীর ছেলে সাব্বির হোসেন (৪০), গাংনী উপজেলার ঝিনেরপুল পাড়ার নজরুল ইসলামের ছেলে রিয়াসাদ আজিম রনি (৪০) এবং একই উপজেলার শিশিরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে আনসারী আলম (৩৯)। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.