মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
জানা গেছে, কসমেটিক পণ্যের প্রয়োজনের তথ্য দিতে না পারায় মেহেরপুরের বড়বাজারের কেয়া স্টোরকে ২০০৯ সালে ভোক্তা আইন সংরক্ষণ ৪৫ ও ৩৭ ধারায় ৫ হাজার,শাহ মটরসের ইঞ্জিন অয়েল এর তথ্য গরমিল থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা ইন্সপেক্টর তরিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।