মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার(২৬ অক্টোবর) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মূল্যহীন ওষুধ সংরক্ষণ করার অপরাধে গাড়াবাড়িয়া গ্রামের মেসার্স লাবিব ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৫১ ও ৪৫ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাউচারে সার বিক্রির তথ্য গরমিল পাওয়ায় মেসার্স হক এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় ও প্রয়োজনীয় ভাউচার সংরক্ষণে সচেতন থাকার আহ্বান জানান।

