Home » মেহেরপুরে ভূমিসেবা সপ্তাহ শুরু

মেহেরপুরে ভূমিসেবা সপ্তাহ শুরু

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 25 ভিউ
Print Friendly, PDF & Email

 

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” প্রতিপাদ্যে মেহেরপুরে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। কোন নগদ লেনদেন ছাড়াই সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা নিশ্চিতে ৮ জুন থেকে ভূমিসেবা সপ্তাহ ১৪ জুন পর্যন্ত চলবে। দিবসটি উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন ও জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন করেন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমানের সভাপতিত্বে “স্মার্ট ভূমীসেবা,স্মার্ট নাগরীক” শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা.কাজী নাজিব হাসান।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম ভুঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, সদর থানার ওসি শেখ কনি মিয়া, পিপি পল্লব ভট্টাচার্য, জিপি গোলাম মোস্তফা। এর আগে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, লতিফুন্নেছা লতা, পৌর কাউন্সিলর রোকসানা কামাল রুন, ইউপি সচিব সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বস্তরের ভূমি সেবা প্রত্যাশিরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদন, ভূমি বিষয়ক অভিযোগসহ সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসান বলেন, সকরকারের ডিজিটালাইজেশনের অন্যতম সেবা হচ্ছে ভূমি সেবা ডিজিটালাইজেশন। এর ফলে কোন নগদ লেন-দেন ছাড়াই ভূমিসেবা গ্রহীতারা কোন সময় ক্ষেপন ছাড়া ও হয়রানিমুক্তভাবে ইউনিয়ন ভূমি অফিস থেকে স্বচ্ছন্দে সেবা নিতে পারছেন। আমরা আশা করছি সময়ের ব্যবধানে স্ব-শরীরে উপস্থিত না হয়েও অনলাইনের মাধ্যমে সরকারি যে কোন সেবা গ্রহণ করতে পারবেন। এতে করে সময় সাশ্রয়সহ সাধারণ নাগরিকদের অর্থ ব্যয়ও অনেক কমে আসবে।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.