মেহেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে তাসলিমা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার চাঁদবিল গ্রামের একটি বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তাসলিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড বাগানপাড়া এলাকার আব্দুল হান্নানের স্ত্রী। তিনি মাঝেমধ্যে বাবার বাড়ি চাঁদবিলে এসে থাকতেন। সেখানেই তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তাসলিমার স্বামী আব্দুল হান্নানের অভিযোগ, পৈতৃক ১২ বিঘা জমি থেকে সাড়ে ১০ কাঠা জমি তাসলিমাকে রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। ওই জমির ভাগ চাওয়ায় ভাই আব্দুল বারেক, মন্টু আলী, লাল্টু হোসেন, আব্দুল হক, কান্টু হোসেন মিলে তাঁকে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন জানান, তাসলিমা দুই দিন আগে চুয়াডাঙ্গা থেকে চাঁদবিল গ্রামে বাবার বাড়িতে আসেন। বুধবার দুপুর থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। পরে তাঁর ছেলে রনি মেহেরপুর সদর থানায় বিষয়টি অবহিত করে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন বিলের মধ্যে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় তাঁর মরদেহ দেখে থানায় খবর দেন। এ ঘটনায় তাঁর ছেলে রনি বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে তাসলিমার ভাইয়েরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।