Home » মেহেরপুরে বোমা মেরে ডাকাতি, টাকা-ফোন লুট, ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মেহেরপুরে বোমা মেরে ডাকাতি, টাকা-ফোন লুট, ব্যবসায়ীকে কুপিয়ে জখম

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 38 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তেরঘরিয়া টাওয়ারপাড়ায় ‘এন এস টেলিকম’ নামের একটি মোবাইল সার্ভিসিং ও মোবাইল ব্যাংকিং এজেন্ট দোকানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে টাকা ও চারটি মোবাইল ছিনতাই করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। আহত দোকান মালিক নাহিদ (৩৪) ওই এলাকার বেকা মোল্লার ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন মুখোশধারী ডাকাত একটি মোটরসাইকেলে এসে দোকানে ঢুকে নাহিদকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশে থাকা প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি বিকাশ, নগদ, রকেট ও উপায় মোবাইল ব্যাংকিং সেবার লেনদেনের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন নিয়ে যায়। ওই ফোনগুলোতে মোট অন্তত ৭ লাখ টাকার ব্যালান্স ছিল বলে জানান ব্যবসায়ী। এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা নাহিদকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে পালানোর সময় দোকানের সামনে একটি বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দ্রুত সটকে পড়ে। ভয়াবহ বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীদের ছোড়া ককটেলের আঘাতে বিকাশ দোকান মালিক আহত হয়েছেন। তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.