মেহেরপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে গাংনী থানা এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় পরিচালিত এ অভিযানে মাইলমারী গ্রামের শাহরিয়ার রেজা প্রিন্স (২৮) ও অলিনগর গ্রামের আবুল কালাম আজাদ (৩৮) কে আটক করা হয়।
পুলিশ জানায়, শাহরিয়ার রেজা প্রিন্স নিয়মিত মামলার তদন্তে গ্রেফতার হয়েছেন। অপরদিকে আবুল কালাম আজাদ দীর্ঘদিন পলাতক ছিলেন এবং তাঁর বিরুদ্ধে ১০ বছরের সাজা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।