মেহেরপুরের গাংনী উপজেলায় ২০২৩ সালের কার্যালয় ভাঙচুর ও জাতীয় পতাকা পোড়ানোর মামলার আসামি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহরিয়ার রেজা প্রিন্সকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা আটক করে পিটুনি দিয়ে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
ঘটনা বুধবার রাত ৯টার দিকে ঘটে, যখন শাহরিয়ার উপজেলার শহরে বিএনপি কার্যালয়ের কাছে ঘোরাফেরা করছিলেন। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, ২০২৩ সালে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা অফিসে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর ও জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ছবি ও জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছিল। দীর্ঘ সময় পর সেই আসামিকে শনাক্ত করে বিএনপি কর্মীরা আটক করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানিয়েছেন, আসামিকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।