Home » মেহেরপুরে বিএনপির লিফলেট বিতরণ, মিছিল ও গণসংযোগ

মেহেরপুরে বিএনপির লিফলেট বিতরণ, মিছিল ও গণসংযোগ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 64 ভিউ
Print Friendly, PDF & Email

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, গণসংযোগ ও মিছিল করেছে মেহেরপুর বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর হাসপাতাল বাজারের সামনে থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি মুজিবনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেদারগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। এ সময় গণসংযোগের পাশাপাশি সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ, মিছিল এবং গণসংযোগে মুজিবনগর উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এ সময় সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে। নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে। তিনি আরো বলেন, সমস্ত প্রশাসনকে দলীয়করণ মুক্ত করে এমন একটি নির্বাচন দিতে হবে, যেন কোনোভাবেই নির্বাচন প্রভাবিত না হতে পারে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.