ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, গণসংযোগ ও মিছিল করেছে মেহেরপুর বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর হাসপাতাল বাজারের সামনে থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি মুজিবনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেদারগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। এ সময় গণসংযোগের পাশাপাশি সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ, মিছিল এবং গণসংযোগে মুজিবনগর উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এ সময় সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে। নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে। তিনি আরো বলেন, সমস্ত প্রশাসনকে দলীয়করণ মুক্ত করে এমন একটি নির্বাচন দিতে হবে, যেন কোনোভাবেই নির্বাচন প্রভাবিত না হতে পারে।
পূর্ববর্তী পোস্ট