Home » মেহেরপুরে বিএনপির জনসভায় সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান

মেহেরপুরে বিএনপির জনসভায় সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান

কর্তৃক Shariar Imran Mati
মেহেরপুর সদর প্রতিনিধি 28 ভিউ
Print Friendly, PDF & Email

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জন দাবিতে জনসভা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুর সরকারি কলেজ মাঠে মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান।

আমানউল্লাহ আমান বলেন,বাংলাদেশে আগামীর সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার ও জনগণের সরকার। সেই সরকারকে সামনে রেখে বিএনপি দেশের জন্য কাজ করবে। এ জন্য বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন না আমাদের সামনে কঠিন সময়।

সেই কঠিন সময়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং দেশ পুনর্গঠনের প্রস্তুতি নিতে হবে।’

‘শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কি না করেছেন। বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে অসুস্থ বানিয়েছেন।’

শেষে তিনি মেহেরপুরবাসীকে জনসভায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন।

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, আব্দুল্লাহ,আনছারুল হক,হাফিজুর রহমান হাপি,খাইরুল বাশার, রেজাউল হক, ওমর ফারুক লিটন, মীর ফারুক, রোমানা আহমেদ, আবু সালেহ মোহাম্মদ নাসিম, মশিউর রহমান, আলফাজ উদ্দীন কালু,আব্দুল আওয়াল,আখেরুজ্জামান,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আঃ রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু,জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ,জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল হক লাভলু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান ফিরোজ,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস হোসেন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি,জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা,আব্দুল লতিফ, মোশিউল আলম দ্বীপু,নাহিদ আহমেদ, হাফিজুর রহমান,সৌরভ,জনি,যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স,শামুয়েল হোসেন সনি,যুবদল নেতা রিপন মিয়া,পাপ্পু,সবুজ,রাজু,শুভ,আকাশ, পিয়াস সহ জেলা বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.