Home » মেহেরপুরে বিএনপির গণমিছিল

মেহেরপুরে বিএনপির গণমিছিল

কর্তৃক Shariar Imran Mati
সূর্যোদয় প্রতিবেদক 10 ভিউ
Print Friendly, PDF & Email

জনগণ্যের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর পৌর, সদর ও মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে সবার আগে বাংলাদেশ শীর্ষক গন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালের দিকে গন মিছিল অনুষ্ঠিত হয়। মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গন মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পন্ডের ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ রাজীব খান, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমূখ।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.