বাউল আবুল সরকার কর্তৃক পবিত্র কুরআনুল কারীম ও মহান আল্লাহ্ রব্বুল আলামিনের শানে কটূক্তির প্রতিবাদে এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে শহীদ আবু সাঈদ চত্বরে এ মানববন্ধনে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন আয়োজন করে গাংনীর সর্বস্তরের মুসলিম জনতা।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনী বাজার মসজিদের ইমাম মাওলানা মুফতি রুহুল আমিন, গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সালাউদ্দিন শাওনসহ স্থানীয় মুসল্লিগণ।
বক্তারা বলেন, একজন বাউলের অজ্ঞতা ও ঔদ্ধত্যের কারণে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত লেগেছে। তারা আরও বলেন, ধর্মীয় মূল্যবোধ ও পবিত্র কুরআনের মর্যাদা রক্ষায় আইন অনুযায়ী আবুল সরকারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে এ ধরনের কটূক্তিকারীদের বিচার নিশ্চিত করে সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সামাজিক মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ঘটনা দিন দিন বাড়ছে। এ ধরনের অপকর্ম বন্ধে নজরদারি বাড়ানো এবং অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি।
উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে আবুল সরকারের মুক্তির দাবিতে গানে গানে মানববন্ধন করে মেহেরপুরের বাউল সম্প্রদায়ের একাংশ।

