বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর সদর উপজেলার কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর সদর উপজেলার কমিটি গঠন করা হয়।
আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ও কামদেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, সাধারণ সম্পাদক আল হেলাল,মুজিবনগর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জহিরুল ইসলাম।
বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন, ফয়জুল কবীর। পরে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল কবিরকে সভাপতি এবং সোহেল রানাকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি তারেক মুসা, আবুল কালাম আজাদ, সেলিনা পারভীন, হাফিজুর রহমান, নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ কানেন মাসুদ, অর্থ সম্পাদক মাহবুবুল হক, সহ অর্থ সম্পাদক ফজলুর রহমান, ক্রীড়া সম্পাদক ফারহা হোসেন লিটন, সহ ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক স্বপন কুমার হালদার, সহ দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার দীপা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান, ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম।
এছাড়াও নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, সাবদার আলী, তালা আউল, পিয়ারুল ইসলাম, আব্দুল জব্বার, রহিদুল ইসলাম, আব্দুল হাই, মনিরুজ্জামান রিপন এবং মহাসিন আলী।