মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে বেশিদামে সার বিক্রির অভিযোগে মাহবুব নামের এক সার ও বীজ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে বাঁশবাড়িয়া গ্রামে সার মজুদ রেখে বেশি দামে জেলার বাইরে বিক্রির চেষ্টা চলছে। পরে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১২ বস্তা সার জব্দ করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন সার ব্যবস্থাপনা আইনে মাহবুবকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন এবং গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট