Home » মেহেরপুরে পুলিশ সুপারের সরকারি বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

মেহেরপুরে পুলিশ সুপারের সরকারি বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 110 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সরকারি বাসভবনের একটি কক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এসি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা শহরের পুলিশ সুপারের সরকারি বাসভবনের দোতলার ওই কক্ষে আগুন লাগে। বাসভবনে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মাত্র ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এসি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।” অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, “ঘটনার সময় আমি অফিসে ছিলাম। বাসভবনে কেউ না থাকায় কোনো মানুষের ক্ষতি হয়নি। তবে কক্ষে থাকা বেশিরভাগ জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস কাজ করছে।”আগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.