বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। একই সঙ্গে গণভোটের প্রচার কার্যক্রমও চলেছে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও গণভোটের প্রচারণা পরিচালিত হয়। মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকার নেতৃত্বে এ অভিযান সম্পন্ন হয়।
অভিযানকালে প্রাথমিকভাবে প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে মৌখিক সতর্কতা দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে যদি আচরণবিধি লঙ্ঘন ঘটে, তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল কোর্ট অভিযান ও গণভোট প্রচারণার মাধ্যমে জেলার ভোটারদের সচেতন করা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা লক্ষ্য করা হয়েছে। এই পদক্ষেপ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রাখার একটি অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে।

