Home » মেহেরপুরে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 31 ভিউ
Print Friendly, PDF & Email


মেহেরপুর জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মেহেরপুর প্রশিক্ষণ কেন্দ্রের ৫টি ট্রেডের ৬০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে মোট ৫৮ লাখ ৮০ হাজার ১৫০ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম।

চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা মিলন হোসেন, প্রশিক্ষক নাসরিন নাজনিন এবং প্রশিক্ষণার্থী নাজিয়া নূর। তারা প্রশিক্ষণভাতা প্রদানের মাধ্যমে নারী উদ্যোক্তাদের স্বনির্ভর হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, ভুবন চন্দ্র হালদারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি নারী ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

চেক বিতরণের মাধ্যমে নারীদের উদ্যোক্তা দক্ষতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করা হয়েছে বলে  মন্তব্য করেছেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.