ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছে নাসিং কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) মেহেরপুর জেলা শাখার সভাপতি চামিলি ইয়াসমিন।
এ সময় ডেপুটি নার্সিং সুপারিন্ডেন্ট আজিরন্নেছা, মোঃ আসাদুজ্জামান সহ-সভাপতি,সাধারন সম্পাদক তুষার সিকদার, স্বাস্থ্য সহকারী ও মিডওয়াইফারি প্রতিনিধি,মোছা: আমেনা খাতুন সহ মিডওয়াইফ, নার্স ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নাসিং কর্মকর্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে একীভূত করার প্রস্তাব সম্পূর্ণরূপে জাতীয় স্বার্থ ও পেশাগত উন্নয়নের পরিপন্থী। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের স্বতন্ত্র কাঠামো, প্রশাসনিক ক্ষমতা ও পেশাগত স্বায়ত্তশাসন অক্ষুন্ন রাখার ও অধিদপ্তরকে একীভূত না করে বরং শক্তিশালী ও আধুনিকায়ন করার দাবি করেন।
এছাড়া শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে সঠিক ব্যবস্থাপনার অভাবে যেমন অনেক ক্ষেত্রে জনগণ যথাযথ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তেমনি বিদেশে রোগী যাওয়ার কারণে দেশ উল্টো রেমিটেন্স হারাচ্ছে।
১৯৭৭ সালে প্রতিষ্ঠিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন “সেবা পরিদপ্তর” থেকে ২০১৬ সালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে উন্নীত হলেও দীর্ঘ ৮ বছরেও বাস্তবায়িত হয়নি নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার।
নাসিং কর্মকর্তারা দাবি করেন, বিগত ৪৮ বৎসরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র প্রশাসন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টা বন্ধ ও জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নার্সিং ও মিডওয়াইফারি বান্ধব,যুগোপযোগী নিয়োগবিধি, অর্গানোগ্রাম, ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে।
সুপারিনটেনডেন্ট পদকে যথাক্রমে ৯ম গ্রেড থেকে ৭ম গ্রেড এবং ৭ম গ্রেড থেকে ৫ম গ্রেডে উন্নীতকরণ সহ নার্সিং সুপারভাইজার এবং নার্সিং-মিডওয়াইফারি ইন্সট্রাক্টর পদ ২টি কে অন্যান্য অধিদপ্তরের ন্যায় ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করতে হবে।
প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে স্কুল হেলথ নার্স ও কমিউনিটি হেলথ নার্স- মিডওয়াইফ পদ সৃজন করে নিয়োগ/পদায়ন ও মিডওয়াইফ তৈরীর মাধ্যমে ইউনিভার্সেল হেলথ কভারেজে নার্স-মিডওয়াইফদের সম্পৃক্ত করতে হবে।
উচ্চ মাধ্যমিক যোগ্যতাসহ অধিক জিপিএ ও অধিক সময়কাল মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের সনদকে দাবী অনুযায়ী স্নাতক (পাশ) সমমান করতে হবে এবং বিএসসি নার্সিং পাশ নার্সদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে।
সকল পর্যায়ে নার্স- মিডওয়াইফদের বেতন বৈষম্য নিরসন, নার্সদের ঝুঁকিভাতা ও সম্মানজনক বেতন-কাঠামো প্রদান করতে হবে। অন্যান্য অধিদপ্তর ও বিভাগের ন্যায় সরাসরি বিএসসি নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রিধারীদের নিয়োগকালীন সময়ে অতিরিক্ত ০১টি ইনক্রিমেন্ট, মাস্টার্সদের জন্য ২টি এবং পিএইচডি ডিগ্রিধারীদের জন্য ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান করতে হবে।
নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে (৯ম হতে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ প্রমার্জণের মাধ্যমে পদোন্নতি সহ সুপারনিউমেরারী পদ্ধতিতে পদন্নোতি প্রদান করতে হবে।
নার্সিং শিক্ষার আধুনিকায়নে স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর নার্সিং অনুষদে ডিন পদগুলো উচ্চ শিক্ষিত (অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক) নার্সিং পারসোনেল কর্তৃক পূরণ করতে হবে।
বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি সেবা এবং শিক্ষায় নার্স নিয়োগ দানের ক্ষেত্রে একটি সুনিদিষ্ট নিয়োগ-বিধি ও মানসম্মত বেতন কাঠামো তৈরী করতে হবে এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন নার্স পরিচয়ধারী ভুয়া নার্স নির্মূল করার পদক্ষেপ গ্রহন করতে হবে।নার্সদের উপর জোরপূর্বক স্বৈরাচারী সরকারের চাপিয়ে দেয়া নার্সিং ইউনিফরম পরিবর্তনের দাবি জানান তারা।
পূর্ববর্তী পোস্ট

