Home » মেহেরপুরে নরমাল ডেলিভারিতে জন্ম নেওয়া নবজাতককে ইউএনও‘র উপহার

মেহেরপুরে নরমাল ডেলিভারিতে জন্ম নেওয়া নবজাতককে ইউএনও‘র উপহার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 26 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরে জেলা প্রশাসকের পক্ষ থেকে নরমাল ডেলিভারিতে জন্ম নেওয়া নবজাতকের মায়ের হাতে উপহার তুলে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম।
রবিবার (২৬ অক্টোবর২০২৫) সকালে ৯ টার সময় মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেওয়া এক কন্যা শিশুর হাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহারসামগ্রী প্রদান করা হয়। এ সময় নবজাতকের মা ও পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শিশুর জন্ম নিবন্ধন সনদও হস্তান্তর করা হয়।
ইউএনও মোঃ খায়রুল ইসলাম বলেন, মেহেরপুরে স্বাভাবিক প্রসব উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সবাইকে নরমাল ডেলিভারির প্রতি আগ্রহী হতে উৎসাহ দিচ্ছি। এই সময় উপস্থিত ছিলেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক, নার্স, মাঠকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিক প্রসব হলে প্রতিটি নবজাতক ও তার পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদান অব্যাহত থাকবে। এর মাধ্যমে প্রসবপূর্ব সচেতনতা, চিকিৎসা পরামর্শ ও জনসচেতনতা আরও বাড়বে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.