মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম সোমবার সকালে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিশুদের সঙ্গে সময় কাটান, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেন।
বিদ্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধার স্টিক ও চকলেট তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপালী খাতুন।