Home » মেহেরপুরে নকল আকিজ বিড়ি উদ্ধার

মেহেরপুরে নকল আকিজ বিড়ি উদ্ধার

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 87 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে মিনি ট্রাক বোঝায় নকল আকিজ বিড়ি উদ্ধার করেছে। একই সাথে তহিদুল ইসলাম, আরাফাত রহমান ও শাহিন আলম নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার মধ্যরাতে মেহেরপুর বারাদি সড়ক থেকে মিনি ট্রাক বোঝাই আকিজ বিড়ি উদ্ধার করে এবং তহিদুল ইসলাম, আরাফাত রহমান ও শাহিন আলমকে আটক করে। আটক তহিদুল ইসলাম (৩৫) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের এলাহি বক্সের ছেলে। আরাফাত রহমান দৌলতখান পাড়ার মোখলেছুর রহমানের ছেলে এবং শাহিন আলম (৩৫) মেহেরপুর সদর উপজেলা যুগিন্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর বাড়াদি সড়কে অভিযান চালানো হয়। এ সময় কুষ্টিয়া-ন ১১-০৩০৪ নাম্বারের একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালান পুলিশ সদস্যরা। ওই ট্রাকে মোট ৫৮ বস্তা নকল আকিজ বিড়ি উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫৮ হাজার করে বিড়ি রয়েছে। পরে ট্রাক বোঝায় বিড়ি গুলো মেহেরপুর সদর থানায় নেওয়া হয় এবং আটক তিন ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.