“ফলে পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হাসান রুমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, প্রশিক্ষণ কর্মকর্তা শামসুল আলম সহ কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা, মেলায় দেশী ও বিদেশী ফলের ছয়টি স্টল স্থান পায়, মেলাটি আগামী ১৮ তারিখ পর্যন্ত চলবে।
এ সময় বক্তারা বলেন, দেশীয় জাতের ফলের পাশাপাশি বিদেশী জাতের ফলও এখন চাষ করা হচ্ছে এবং চষিদের বিদেশি ফল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে যেন তারা আর্থিকভাবে লাভবান হয়।