তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মেহেরপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার কমানোর জন্য আইনগত পদক্ষেপ, আইনের প্রয়োগসহ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে প্রশিক্ষনের জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব, নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিশাখা, স্বাস্থ্য বিভাগের রোকেয়া বেগম।
মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম ভূঁইয়া এবং মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামুল হক।