মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ কামরুন নাহার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মূয়ীনুর রহমান, সদর থানার ওসি শেখ কনি মিয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছামাদ বাবলু বিশ্বাস, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু।
অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করায় সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামকে পুরস্কৃত করা হয়। প্রশিক্ষনে অন্যদের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, কুতুপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন , উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুল্লাহিল বাকি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার শামিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।