Home » মেহেরপুরে তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা শীর্ষক সমাবেশ

মেহেরপুরে তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা শীর্ষক সমাবেশ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 31 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে গাংনী উপজেলার নিশিপুর জামে মসজিদে হেযবুত তওহীদের উদ্যোগে এ নারী সমাবেশের আয়োজন করা হয়।

খুলনা বিভাগীয় নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাহিদা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হলে, নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে না। যুগে যুগে যখনই মানুষ আল্লাহর হুকুম-বিধানকে প্রত্যাখ্যান করেছে, তখনই নারীদের উপর নেমে এসেছে নির্যাতন নিপীড়নের খড়গ। এ সমস্ত অন্যায় অশান্তি থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নামতে হবে। মনে রাখতে হবে- একমাত্র আল্লাহর হুকুম বিধানের মধ্যেই রয়েছে অনাবিল শান্তির গ্যারান্টি।

তিনি বলেন, রাসূর (সাঃ) এর যুগে নারী সাহাবীরা যেভাবে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে স্বামী-সন্তানদের উৎসর্গ করে দিতেন, এমনকি নিজেরাও সংগ্রামে অংশ নিতেন, সে ভাবেই আমাদেরকে সংগ্রামে অবতীর্ণ হতে হবে। আল্লাহ নারীদেরকে শালীনতার মানদণ্ড স্থির করে দিয়েছেন, কিন্তু গৃহবন্দী হয়ে থাকতে বলেননি। নারীরা জাতির প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে, মানবতার প্রয়োজনে, শালীনতার চাদরে আবৃত হয়ে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। এ ব্যাপারে ইসলাম শুধু অনুমতিই দেয়নি, বরং নির্দেশও দিয়েছেন। আল্লাহ কোর’আনে বলেছেন-মো’মেন পুরুষ ও মো’মেন নারী একে অপরের বন্ধু, তারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজে নিষেধ করে।

এছাড়াও তিনি বলেন-নারীদের মুক্তির জন্য পশ্চিমা মতাদর্শ গ্রহণের কোনো প্রয়োজন নেই। ঐ সব মানবরচিত তন্ত্র-মন্ত্র তাদের দেশগুলোতেই নারী নিপীড়ন বন্ধ করতে পারেনি। আমাদের জন্য ইসলামই যথেষ্ট। ইসলাম এমন সোনালী যুগ কায়েম করেছিল যেখানে নারীরা নির্ভয়ে রাতের আধারে শত শত মাইল পথ পাড়ি দিলেও কোনো ভয়ের কারণ ছিল না।

মেহেরপুর জেলা নারী বিষয়ক সম্পাদক তানিজমা খাতুন রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তানভির আহমেদ, সাংগঠনিক সম্পাদক জসেব উদ্দীন, খুলনা বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক জেরিন সাইয়ারা, মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.