মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নিজস্ব উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় সদর উপজেলার আমদহ ইউনিয়নের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কর্মসূচিতে এলাকাবাসীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান নিজেই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন ও এ কে এম খায়রুল বাশার, জেলা জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফসহ আমদহ ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম তাদের চিকিৎসা সেবা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।