Home » মেহেরপুরে জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত

মেহেরপুরে জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 8 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একাধিক সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এসব সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। সভাগুলোতে অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন এবং মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল উপস্থিত ছিলেন।

সকালে প্রথমে খাস জমি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে ভূমি-সম্পত্তি জবরদখল থেকে উদ্ধার সংক্রান্ত জেলা কমিটির সভা বসে। উভয় সভায় সরকারি খাসজমি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও অবৈধ দখলমুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

দুপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় সিনিয়র সাংবাদিক তোজাম্মেল হোসেন, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।

এছাড়া দিনব্যাপী রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সরকারি রাজস্ব আদায়ে সকলে আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।


০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.