মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর-কিশোরী ও দাড়ি উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গাংনী উপজেলার রংমহল ও তেঁতুলবাড়িয়া গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব প্রান্তিকের আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ।
এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈঠকে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।