মেহেরপুরের সদর উপজেলার কালীগাংনী থেকে তিন কেজি গাঁজা ও একটি সিএনজিসহ রুহুল শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১ জুলাই) সকাল ৯টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস-আই মো: সাহেব আলী, এএস-আই মো: হুমায়ন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটককৃত রুহুল শেখ কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কুরিপোল পাড়ার মোজাম্মেল শেখের ছেলে, তিনি সিএনজিতে করে বৃহত্তর কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে থাকেন বলে জানতে পেরেছে গোয়েন্দা পুলিশ।
ডিবির ওসি সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানাধীন কালিগাংনী গ্রামের হাবিবুর রহমানের বাড়ির সামনে কাথুলি টু নোয়াপাড়া গামী পাকা রাস্তার উপর থেকে ৩ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী সিএনজিসহ রুহুল শেখকে আটক করা হয়।
তিনি জানান, রুহুল শেখ দীর্ঘদিন ধরে তার ব্যবহৃত ইন্জিন চালিত সিএনজি দিয়ে বিভিন্ন এলাকা থেকে গাঁজা ক্রয় করে কুষ্টিয়া জেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে বলে জানতে পেরেছি, এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান।