গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের সচেতন করতে মেহেরপুরে তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জেলা তথ্য অফিস মেহেরপুরের আয়োজনে মেহেরপুর সদর উপজেলার অডিটরিয়াম ভবনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক মেহেরপুর ডা. সৈয়দ এনামুল কবির।
এ সময় গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের তাৎপর্য, ভোট প্রদানের নিয়ম এবং নাগরিক দায়িত্ব নিয়ে নির্মিত বিভিন্ন তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
আয়োজকরা জানান, গণভোট ও জাতীয় নির্বাচন সম্পর্কে জনগণের মাঝে স্পষ্ট ধারণা তৈরি করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
পূর্ববর্তী পোস্ট

